বগুড়ার ২২টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে

মোঃ শামছুল আলম লিটন, বগুড়া

বগুড়ার আদমদীঘি, দুপচাঁচিয়া, গাবতলী, শিবগঞ্জ ও শেরপুরসহ ২২টি ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে আদমদীঘি উপজেলার ৬টি, দুপচাঁচিয়া উপজেলার ৫টি, গাবতলী উপজেলার ৯টি, শিবগঞ্জ উপজেলার ১টি ও শেরপুর উপজেলার ১টি ইউনিয়নে ভোট গ্রহন চলছে।

বুধবার (৫ জানুয়ারি) সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ঘন কুয়াশা ও শীতকে উপেক্ষা করে নারী পুরুষদের লাইন দেখা গেছে। ভোটাররা তাদের মননীত প্রার্থীদেরকে ভোট প্রদানের জন্য উৎসাহ নিয়ে লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন।

আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়নে ৬২টি ভোট কেন্দ্রে মোট ১ লাখ,৩৭ হাজার ১৬১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই উপজেলায় ৩০জন চেয়ারম্যান প্রার্থী, ৭৬জন সংরক্ষিত সদস্য ও ২০০জন সাধারণ সদস্য নির্বাচনে অংশ গ্রহণ করছেন। দুপচাঁচিয়া উপজেলায় ৫টি ইউনিয়নে ৪৯টি ভোট কেন্দ্রে ১ লাখ ৫ হাজার ৩৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এই উপজেলায় ২১ জন চেয়ারম্যান প্রার্থী, ৬৪ জন সংরক্ষিত সদস্য ও ১৬২জন সাধারণ সদস্য নির্বাচনে অংশ গ্রহণ করছেন। গাবতলী উপজেলার ৯টি ইউনিয়নে ১ লাখ ৮১ হাজার ৭২১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই উপজেলায় ৫৯জন চেয়ারম্যান প্রার্থী, ১২০জন সংরক্ষিত সদস্য ও ৩৫১জন সাধারণ সদস্য পদে নির্বাচনে অংশ গ্রহন করছেন।

শিবগঞ্জ উপজেলার ১টি ইউনিয়নে ২৭ হাজার ৮৭০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই ইউনিয়নে ৮ জন চেয়ারম্যান পদে, ১৭ জন সংরক্ষিত সদস্য ও ৪৮জন সাধারণ সদস্য পদে নির্বাচনে অংশ গ্রহণ করছেন। এছাড়াও শেরপুর উপজেলায় ১টি ইউনিয়নে ৩৬ হাজার ৯১৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান পদে, ২৫ জন সংরক্ষিত সদস্য ও ৫৬ জন সাধারণ সদস্য পদে নির্বাচনে অংশ গ্রহন করছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনে প্রতিটি ইউনিয়নে ১জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিজিপি, র‍্যাব সদস্যসহ পুলিশ নিয়োগ করা হয়েছে।

ইবাংলা / টিআর /৫ জানুয়ারী

Contact Us