ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিউজিল্যান্ডের মাঠে স্বাগতীকদের বিপক্ষে ৮ উইকেটে পাওয়া ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আলাদা বার্তায় ক্রিকেট দলের সব সদস্যসহ টিম ম্যানেজমেন্টকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

গেল বছরের টানা পরাজয়ের গ্লানি মুছে নতুন বছরে এক দূর্দান্ত সূচনা করেছে মমিনুলরা। নিউজিল্যান্ডকে তাদের মাটিতে প্রথমবার হারিয়ে ইতিহাস গড়ার নায়ক এবাদত হোসেন। তার দুর্দান্ত পারফরম্যান্সে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দাপট দেখিয়ে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে মুমিনুল বাহিনী। কিউইদের মাটিতে যেকোনো ফরম্যাটে এটিই বাংলাদেশের প্রথম জয়।

সতীর্থদের এই জয়ে অভিনন্দন জানাতে ভোলেননি সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘কী দারুণভাবেই না নতুন বছর শুরু করল বাংলাদেশ ক্রিকেট দল। অধিনায়ক, খেলোয়াড় ও কোচিং স্টাফদের অনেক অনেক অভিনন্দন। আমাদের ফাস্ট বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স। একইভাবে সব ব্যাটাররাও অসাধারণ খেলেছে। দিনটি উপভোগ করো। সব কৃতিত্ব তোমাদের প্রাপ্য।’

উল্লেখ্য,দুই ম্যাচ সিরিজের ম্যাচের প্রথম ইনিংসে কিউইদের ৩২৮ রানে আটকে দেয় বাংলাদেশ। পরে নিজেরা স্কোর বোর্ডে তোলে ৪৫৮ রান। পরে টাইগার বোলারদের বোলিং তোপে অলআউট হয় ১৬৯ রানে। এতে ৪০ রানের লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের সামনে। ম্যাচের পঞ্চম ও শেষ দিনে সে লক্ষ্যে ৮ উইকেট হাতে রেখেই পৌঁছে যায় বাংলাদশ।

ইবাংলা / টিপি /৫ জানুয়ারি

Contact Us