গুলিস্তানে বাস উল্টে নিহত ২, আহত ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলিস্তান এলাকায় মেঘলা পরিবহনের বাস উল্টে ২ পথচারী নিহত হয়েছেন। শনিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।

Islami Bank

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী থানার ডিউটি অফিসার এসআই নুরুল ইসলাম।তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

one pherma

ঘটনাস্থল থেকে ওয়ারী থানার এসআই রাজিব জানান, মেঘলা পরিবহনের একটি বাসের চাপায় দুজন পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য দুজনের লাশ হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে গেছে। বাসটি আটক করে রেকার দিয়ে থানায় নেওয়া হচ্ছে।

ইবাংলা /টিআর / ৮ জানুয়ারি

Contact Us