চলতি সপ্তাতে আসছে আরেকটি শৈত্যপ্রবাহ

ইবাংলা ডেস্ক

চলতি সপ্তাহের আগামী সোমবার দেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বর্ধিত পাঁচদিনের শেষের দিকে রাতে তাপমাত্রা কমবে। সে সময় দেখা দিতে পারে আরেকটি শৈত্যপ্রবাহ।

Islami Bank

শনিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় এক পূর্বাভাসে আবহাওয়া অফিস থেকে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে।

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া বলেন, এই অবস্থায় রোববার সন্ধ্যা পর্যন্ত দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে নদ-নদী অববাহিকায় পড়বে ঘন কুয়াশা। এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশ পড়তে পারে। সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকার উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে এ সময় ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৬ থেকে ১ কিলোমিটার।

one pherma

আগামী সোমবার দেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বর্ধিত পাঁচদিনের শেষের দিকে রাতে তাপমাত্রা কমবে। সেসময় আরেকটি শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।

দেশে আজ শনিবার সর্বনিম্মি তামপাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে, ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ইবাংলা /এইচ/ ৮ জানুয়ারি, ২০২

Contact Us