অল্পের জন্য বেঁচে গেল সুরভী-৯ লঞ্চটি

জেলা প্রতিনিধি, চাঁদপুর

বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সুরভী-৯ আগুন আতঙ্কে চাঁদপুরে জরুরি নোঙড় করে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে মতলব উত্তরের মোহনপুর এলাকায় নোঙড় করে লঞ্চটি।

বিআইডব্লিউটিএ জানায়, মধ্যরাতে চাঁদপুরের মেঘনা নদীর মোহনপুর এলাকা অতিক্রম করার সময় লঞ্চের ইঞ্জিনরুম থেকে ধোঁয়া বের হয়। এতে সেখানেই লঞ্চটির যাত্রা বিরতি দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও লঞ্চের স্ট্যাফরা। এ সময় আগুনের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মাঝে।

চাঁদপুর লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর রেজাউল করিম সুমন বলেন, এমভি সুরভি-৯ লঞ্চটি ঢাকা থেকে ছাড়ার পর সিলিন্ডার পাইপে ধোয়া উঠতে শুরু করে। এ সময় যাত্রীরা আতংকিত হয়ে হৈ-হুল্লোড় শুরু করে। পরে ওই লঞ্চের একটি ইঞ্জিন বন্ধ করে অপর ইঞ্জিনের সাহায্যে চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুর ঘাটে নোঙর করা হয়। খবর পেয়ে সেখানে কোস্টগার্ড, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস উপস্থিত হয়। তবে যাত্রীদের কোনো সমস্যা হয়নি।

ইবাংলা /টিপি / ৯জানুয়ারি

Contact Us