বাংলাদেশসহ ১৫৩ দেশের ট্রানজিট সুবিধা বাতিল!

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তাররোধে বাংলাদেশসহ ১৫৩টি দেশের যাত্রীদের জন্য হংকংয়ের মধ্য দিয়ে ট্রানজিট সুবিধা বাতিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) হংকং বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এই তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মতো দক্ষিণ এশিয়ান দেশগুলোও আছে।

Islami Bank

বিবৃতিতে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে তালিকায় থাকা নিষিদ্ধঘোষিত দেশগুলোর ফ্লাইট ট্রানজিটের জন্য হংকংয়ে অবতরণ করতে পারবে না। পাশাপাশি গত ২১ দিনে যারা দুই ঘণ্টার ওপরে এ রাষ্ট্রগুলোতে অবস্থান করেছেন, তারা কোন যাত্রীবাহী ফ্লাইটে হংকংয়ে প্রবেশও করতে পারবেন না।

one pherma

ইতোমধ্যে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, ভারত, পাকিস্তান, ফিলিপাইন, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ফ্লাইট স্থগিত করেছে হংকং।

ইবাংলা /  নাঈম/ ১৪ জানুয়ারি, ২০২২

Contact Us