টিকা না নিলে চাকরি হারাবেন কর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক

সিঙ্গাপুরে এখনও যেসব কর্মী করোনা টিকার কোনো ডোজ নেননি, চাকরি খোয়ানোর ঝুঁকিতে আছেন তারা সবাই। শনিবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, এতদিন সিঙ্গাপুরে যেসব কর্মী করোনা টেস্টে নেগেটিভ হিসেবে শনাক্ত হতেন, তাদেরকে টিকা নেওয়ার জন্য চাপ দেওয়া হতো না; কিন্তু শুক্রবার এই নীতিতে পরিবর্তন এনেছে দেশটির সরকার।

করোনা প্রতিরোধে মহামারি প্রতিরোধে সিঙ্গাপুর সরকারের গঠিত উপদেষ্টা পর্ষদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে শুক্রবার বলা হয়, যেসব কর্মী এখন পার্যন্ত করোনা টিকার কোনো ডোজ নেননি, তাদেরকে কর্মস্থলে আসতে বাধা দেওয়া হবে এবং বাড়িতে থেকে কাজ করতে বলা হবে। অফিসের বাইরে থেকে যদি তারা কাজ করতে না পারেন, সেক্ষেত্রে তাদের চাকরিচ্যুত করা হবে।

তবে স্বাস্থ্যগত কারণে যেসব কর্মী টিকা নিতে পারছেন না, তাদেরকে ছাড় দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। তেমনি অফিসের বাইরে থেকে যারা কাজ করতে পারবেন, তাদের কাজের মূল্যায়নের ক্ষেত্রেও টিকা নিয়েছেন, কি নেননি- তা বিবেচনা করা হবে। শনিবার (১৫ জানুয়ারি) থেকে দেশজুড়ে এই নীতি কার্যকর করা হবে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।

সিঙ্গপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পার্লামেন্টারি সচিব রাহায়উ মাহজাম ব্লুমবার্গকে এ সম্পর্কে বলেন, ‘আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরে এখনও টিকার কোনো ডোজ নেননি- এমন মানুষের সংখ্যা অন্তত ৪৮ হাজার। যদি এদের অর্ধেকও করোনায় আক্রান্ত হয়, সেক্ষেত্রে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় যে চাপ সৃষ্টি হবে তা সামলাতে সরকার হিমসিম খেয়ে যাবে।’

মহামারির শুরু থেকে প্রায় দুই বছর কঠোর করোনা বিধিনিষেধ ও টিকাদান কর্মসূচির সাফল্যের কারণে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে ছিল সিঙ্গাপুরে; কিন্তু ২০২১ সালের নভেম্বরের শেষ দিকে ওমিক্রনের আবির্ভাবের পর থেকে বিশ্বের অন্যান্য দেশের মতো সিঙ্গাপুরেও বাড়ছে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হওয়াদের হার। সেই সঙ্গে হাসপাতালগুলোতে বাড়ছে গুরুতর অসুস্থ রোগীদের চাপও।

বিশ্বের যেসব দেশ এ পর্যন্ত সবচেয়ে সফলভাবে টিকাদান কর্মসূচি পরিচালনা করেছে, সেসবের মধ্যে অন্যতম সিঙ্গপুরে মোট জনসংখ্যার ৮৭ শতাংশই টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন; আর টিকার তৃতীয় বা বুস্টার ডোজ নিয়েছেন দেশের মোট জনসংখ্যার অর্ধেক।

ইবাংলা /  টিপি/ ১৫ জানুয়ারি

Contact Us