কোরবানীর পশু কেনা-বেচায় ফেসবুক পেইজ

বগুড়া প্রতিনিধি :

জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ বিভাগ ঈদুল আযহায় কোরবানি পশুর বিক্রি করতে বগুড়ায় ফেসবুকে “গরুর হাট” পেইজ খোলার সিদ্ধান্ত নিয়েছে। করোনাকালে কোরবানির পশু কিনতে হাটে যাওয়াকে নিরুৎসাহিত করতে ফেসবুক ভিত্তিক পেইজ করা হচ্ছে।

Islami Bank

এ বছর বগুড়ার পশুর খামারীদের কাছে কোরবানী যোগ্য পশু প্রস্তুত আছে ৩ লাখ ৭০ হাজার (গরু, ছাগল, ভেড়া, মহিষ, দুম্বা)। গতবছর লক্ষ্যমাত্রার চেয়ে ১৪ হাজার পশু কম হয়েছিল। বগুড়ায় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, কোভিড কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে দু’টি ফেসবুক পেইজে এবং একটি অনলাইন অ্যাপস তৈরী করা হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ফেইবুক অনলাইন পশুরহাট বগুড়া ও প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে বগুড়া পশুর হাট ফেসবুক পেইজ থাকবে। ক্রেতারা তাদের পছন্দের পশু এই পেইজে গিয়ে কেনা কাটা করতে পারবেন।

one pherma

এ ছাড়া সিরাজগঞ্জ থেকে একটি পশুর হাটের অ্যাপস থাকবে। গতবছরের তুলনায় এবার বগুড়ায় হাটের সংখ্যা বাড়ানো হয়েছে। গতবছর বগুড়ায় হাটের সংখ্যা ছিল ৭২ টি । এবার সেই সংখ্যা বাড়িয়ে ৮৬ টি হাট করার পরিকল্পনা আছে।

ই-বাংলা/ আইএফ/ ৯ জুলাই, ২০২১

Contact Us