কাজিপুরে ছাত্রলীগের ৫ নেতাকে অব্যাহতি

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ সরোয়ারকে মারধোরের ঘটনায় উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের ৫ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Islami Bank

রোববার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অব্যাহতি প্রাপ্তরা হলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হাসান, উপ-গণ শিক্ষা বিষয়ক সম্পাদক রুহুল আমিন, উপ-স্কুল বিষয়ক সম্পাদক মনির হোসেন ও গান্দাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিখন মিয়া।

one pherma

বিজ্ঞপ্তিতে অব্যাহতি প্রাপ্তদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে বিষয়ে জানতে ৭দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। পাশাপাশি মারধোরের ঘটনার তদন্তে জেলা ছাত্রলীগের ৬ নেতার সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাজিপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বেলায়েত উল ইসলাম শাওনকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে পূর্ব শক্রতার জেরধরে কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহীদ সরোয়ারকে নিজ গ্রাম গান্দাইলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার দু’পায়ের নিচের অংশে জখম করা হয়েছে। তার বাম পায়ের হাড় ভেঙ্গে গেছে। তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর ওই দিন রাতেই উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদসহ ৪জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়ে আরও ৫ থেকে ৬জনকে আসামি করে মামলা করা হয়। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি।

ইবাংলা /টিআর /১৬ জানুয়ারি

Contact Us