আফগানিস্তানে ভূমিকম্পে শিশুসহ নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে পশ্চিম আফগানিস্তানে । ভূমিকম্পে ৭০০ এর বেশি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে এএফপি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপে বলা হয়েছে, রিকটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩।

Islami Bank

বাদঘিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি জানায়, বাদঘিস প্রদেশের কাদিস জেলায় বাড়ির ছাদ ভেঙে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে। সারওয়ারি বলেন, ভূমিকম্পে নিহতের মধ্যে পাঁচ নারী ও চার শিশু রয়েছেন। এতে আহত হয়েছেন আরও চার জন।

তিনি আরও বলেন, ভারী বৃষ্টিপাতের মধ্যেও উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছায়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

one pherma

২০১৫ সালে প্রবল ভূমিকম্পে আফগানিস্তানে ২৮০ জনের মৃত্যু হয়েছিল। পার্বত্য এলাকায় ছিল রিখটার স্কেলে ৭.৫ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল। সেই ভূমিকম্পের প্রভাব পুরো দক্ষিণ এশিয়ায় দেখা দিয়েছিল। আফগানিস্তানের প্রতিবেশী দেশ পাকিস্তানেও অনেকের প্রাণহানি হয়েছিল।

ইবাংলা /টিপি/ ১৮ জানুয়ারি, ২০২২

Contact Us