ফ্রান্সে একদিনে আক্রান্ত ৫ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

ওমিক্রন ভ্যারিয়েন্টের তাণ্ডবে সংক্রমণের ব্যাপক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে ফ্রান্সে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ বেড়ে তা পৌঁছেছে প্রায় পাঁচ লাখে। এর আগে গত সপ্তাহেও দৈনিক সংক্রমণে রেকর্ড করেছিল ইউরোপের এই দেশটি। শুধু ফ্রান্সেই নয় ইউরোপজুড়ে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফ্রান্সের প্রতিবেশি যুক্তরাজ্য, জার্মানিসহ ইতালি, স্পেন ও পোল্যান্ডের মতো দেশগুলোতেও সংক্রমণের পাশাপাশি প্রাণহানির সংখ্যাও বেড়েছে।

ফরাসি স্বাস্থ্য দফতর পাবলিক হেলথ ফ্রান্স’র প্রকাশিত তথ্য অনুযায়ী, মঙ্গলবার ফ্রান্সে ৪ লাখ ৬৪ হাজার ৭৬৯ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মহামারি শুরুর পর থেকে দেশটির ইতিহাসে এটি একটি রেকর্ড। এর আগের ২৪ ঘণ্টায় ইউরোপের এই দেশটিতে ১ লাখ ২ হাজার ১৪৪ জন করোনা পজিটিভ হয়েছিলেন।

ফ্রান্সের সরকারি তথ্য অনুযায়ী, গত সাত দিনে দেশটিতে গড়ে ৩ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ওয়ার্ল্ডোমিটারস বলছে, গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে মারা গেছেন ৩৭৫ জন। মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে মোট ১ কোটি ৪৭ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং প্রায় ১ লাখ ২৮ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

এদিকে ফরাসি সরকারের কোভিড পরীক্ষা এবং আইসোলেশনের নতুন নিয়ম নিয়ে দ্বিতীয় দফায় ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির শিক্ষকদের সংগঠন। শিক্ষদের দাবি, সরকারের নতুন এই নীতির ফলে শ্রেণি শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

ইবাংলা /টিপি/ ১৯ জানুয়ারি, ২০২২

Contact Us