ইটের মাপে কারচুপি করায় লাখ টাকা অর্থদণ্ড
গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজলোর আমানত ব্রিকসের মালিককে ইটের পরিমাপে কারচুপি ও বেশি দামে বিক্রি করার অপরাধে ১ খাল টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মো.কাউছার মিয়া উপজেলার আমানতপুর এলাকায় অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ড করেন। এ সময় বেগমগঞ্জ মডেল থানার একদল পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
নোয়াখালী জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মো.কাউছার মিয়া বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য বিক্রি না করায় অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
ইবাংলা/ এইচ/ ২০ জানুয়ারি, ২০২২