প্রথমবারের মতো ব্যাংকে সর্বনিম্ন বেতন নির্ধারণ

ইবাংলা ডেস্ক

দেশে এই প্রথমবারের মতো ব্যাংক কর্মকর্তাদের জন্য সর্বনিম্ন বেতন নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে লক্ষ্য অর্জন করতে না পারা বা অদক্ষতার অজুহাত দিয়ে কোন ব্যাংক কর্মকর্তাকে সহসাই চাকরি থেকে বাদ দেওয়া যাবে না বলেও সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

Islami Bank

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) এ সংক্রান্ত একটি নির্দেশনামূলক প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এটি চলতি বছরের মার্চ মাস থেকে কার্যকর হবে বলে সূত্র জানায়।

নির্দেশনায় বলা হয়েছে, এসিস্টেন্ট অফিসার/ট্রেইনি এসিস্টেন্ট অফিসার/ট্রেইনি এসিস্টেন্ট ক্যাশ অফিসার অথবা সমপর্যায়ের কর্মকর্তা, যে নামেই অভিহিত হোক না কেন, ব্যাংকের এন্ট্রি পর্যায়ে নিযুক্ত কর্মকর্তাদের শিক্ষানবিশকালে ন্যূনতম বেতন-ভাতাদি হবে ২৮ হাজার টাকা।

শিক্ষানবিশ শেষে কর্মকর্তাদের প্রারম্ভিক মূল বেতনসহ ন্যূনতম সর্বমোট বেতন-ভাতাদি হবে ৩৯ হাজার টাকা। নতুন নির্ধারিত বেতন-ভাতাদি কার্যকর করার পর একইপদে আগের থেকে কর্মরত কর্মকর্তাদের বেতন-ভাতাদি আনুপাতিক হারে বৃদ্ধি করতে হবে।

one pherma

নির্দেশনায় আরও জানা গেছে, শুধুমাত্র নির্ধারিত লক্ষ্য অর্জন করতে না পারা বা অদক্ষতার অজুহাতে ব্যাংক বা প্রতিষ্ঠান কর্মকর্তাদের প্রাপ্য পদোন্নতি থেকে বঞ্চিত করা যাবে না। এমন অজুহাতে তাদের চাকরিচ্যুত করা বা পদত্যাগে বাধ্য করা যাবে না।

রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের বেতন কাঠামো সরকার কর্তৃক জারিকৃত জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত/অনুসরণে নির্ধারিত বিধায় সেসব ব্যাংকসমূহের জন্য এ নির্দেশনা প্রযোজ্য হবে না।

ইবাংলা/ ই/ ২০ জানুয়ারি, ২০২২

Contact Us