যশোরে ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, যশোর

যশোর শহরের কাজীপাড়া কাঠালতলা এলাকার সিরাজুল ইসলামের বাড়ির ছয়তলা থেকে রিনি নামের একজন নৃত্য শিল্পীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য মর্গে প্রেরণ করা হয়। শুক্রবার (২১ জানুয়ারি) স্থানীয়দের সংবাদের ভিত্তিতে কোতয়ালি পুলিশ বিকালে উদ্ধার করে। রিনি ওই বাড়িতে একাই থাকতেন বলে পুলিশ জানিয়েছে।

Islami Bank

যশোর কোতয়ালী থানার উপ পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বলেন, থানা থেকে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে ফ্যানের সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় নিত্য শিল্পীর লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তর জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

তিনি আরও জানান, রিনির বাড়ির ঠিকানা এই মুহূর্তে জানা যায়নি। তবে তার মা ঢাকায় থাকেন। তাকে খবর দেওয়া হয়েছে। তিনি যশোরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বাড়ির মালিক সিরাজুল ইসলামের স্ত্রী রিনা বেগম বলেন, আমি গ্রামে ছিলাম।

one pherma

মোবাইলে ফোনে চতুর্থ তলার ভাড়াটিয়া মৃত্যুর ঘটনা জানায়। তড়িঘড়ি পুলিশকে খবর দিয়ে বাসায় আসি। জানতে চাইলে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, কি কারণে কেন এ ঘটনা ঘটলো পুলিশ বিষয়টি খুবই গভীরভাবে খতিয়ে দেখছে।

ইবাংলা/ টিআর/ ২১ জানুয়ারি

Contact Us