নিয়ামতপুর চন্দননগরে গণজামায়েত নিষিদ্ধ

রুহুল আমিন শেখ, নওগাঁ

নওগাঁর নিয়ামতপুরে ৬ষ্ঠ ধাপে আগামী ৩১ জানুয়ারী উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউপি নির্বাচনকে সামনে রেখে ২নং চন্দননগর ইউপিতে শনিবার (২২ জানুয়ারী) বেনীপুর হাটে প্রচারণা চালানোর জন্য প্রথমে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান বদিউজ্জামান বদি এবং পরে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী খালেকুজ্জামান তোতা।

শনিবার (২২ জানুয়ারী)  বেনীপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে একই দিনে একধিক প্রার্থী একই সময়ে গণজামায়েতের ঘোষণা দিলে, উপজেলা প্রশাসন কর্তৃক বিদ্যালয় মাঠে ঐ দিন গণজামায়েত নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারী করা হয়।

বেলা ১১টার সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মনঞ্জুরুল আলম মিনার (ভূমি) ও ওসি হুমায়ূন কবির ঘটনাস্থাল পরিদর্শন করেন এবং ১৪৪ ধারা জারী করেন। প্রার্থীগণ নিজেদের অনুসারী নিয়ে উপস্থিত হলেও পুলিশ কোন পক্ষকে মাঠে প্রবেশ করতে দেয়নি। রাস্তা দিয়ে রোডশো করে চলে যেতে বলা হয়।

চশমা মার্কা ও ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থীগণ রোড শো করলেও নৌকা মার্কার প্রার্থী হাটের মধ্যে মিছিল করে করমজাই হয়ে কান্তইল, লক্ষ্মীপুর, বামইন, বেগুনবাড়ী দিয়ে রোডশো করেন। অন্য দিকে চশমা মার্কার প্রার্থী বদিউজ্জামাল বদি, বেগুনবাড়ী, তালপুকুরিয়া, বুধুরিয়া, বেনীপুর, বিলাশইল, হয়ে লক্ষ্মীপুরে পথসভা করেন।

আরেক স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কার বর্তমান চেয়ারম্যান বদিউজ্জামান বদি গাংগল-মহাভার দিয়ে করমজাই, বেনীপুর, বুধুরিয়া, তালপুকুরিয়া, বেগুনবাড়ী, বামইন হয়ে হর্শইল লক্ষ্মীপুরের কবিরাজপাড়ায় রাত প্রায় ৭টার দিকে পথসভা করেন।

পথসভায় সঞ্চালনা করেন, অত্র ইউনিয়নের যুবলীগের সভাপতি শীষ মোহাম্মদ। পথসভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন নিয়ামতপুর উপজেলার ২নং চন্দননগর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জনাব বদিউজ্জামান বদি।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, এই গ্রামে পানির, বিদুৎ ও রাস্তার ব্যবস্থা করেছি এবং ক্লাবের জন্য নগত অর্থ দিয়েছি। তিনি আরও বলেন, কোন চেয়ারম্যান ভোট চাইতে আসলে বলবেন, এই গ্রামে (আমার আগে) আপনার উন্নয়নের কোন চিহ্ন আছে কি? পরিশেষে আবারও আমাকে ঘোড়া মার্কায় ভোট দিয়ে পুনরায় চেয়ারম্যান হিসেবে জয়যুক্ত করে বাকী কাজ করার সুযোগ দিবেন।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলীমউদ্দীন, নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রিড়া সম্পাদক ইউনুস আলী, উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান, নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হাতেম আলী দেওয়ান, অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিশিরাজ চন্দ্র বর্মন, চন্দননগর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম বাবুল, চন্দননগর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান প্রমূখ।

ইবাংলা/ টিআর/ ২৩ জানুয়ারি

Contact Us