টিকা পাচ্ছে রাজধানীর ভাসমান জনগোষ্ঠী

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানী ঢাকার ভাসমান জনগোষ্ঠীকে করোনা টিকা দেওয়া শুরু করেছে সরকার। রোববার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে কমলাপুর রেলস্টেশনের ভাসমানদের টিকা দেওয়া হয়। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এ কর্মসূচির উদ্বোধন করেন। কোভিড-১৯ টিকাদান ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

Islami Bank

তিনি জানান, ভাসমান জনগোষ্ঠীকে জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হচ্ছে। সারাদেশের সব ভাসমান জনগোষ্ঠীকে ধীরে ধীরে টিকা কার্যক্রমের আওতায় আনা হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সহযোগিতায় বেসরকারি সংস্থা ব্র্যাক এ কর্মসূচির সমন্বয় করে। এদিকে রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুর এলাকায় জামিয়া সিদ্দিকীয়া নূরানি মহিলা মাদরাসা শিক্ষার্থীদের টিকাদানের মধ্য দিয়ে কওমি মাদরাসার শিক্ষার্থীদের টিকার আওতায় আনা শুরু হয়েছে।

one pherma

ইবাংলা/ নাঈম/ ০৭ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us