যেকোনো মূল্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী বিআরটিএ’র প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ নির্দেশনার কথা জানান তিনি।
এ সময় বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সেতুমন্ত্রী বলেন, বিআরটিএ’তে কোনো কর্মকর্তার জরুরি বদলি প্রয়োজন হলে তা নিয়মের মধ্যে করা হবে। তবে এ নিয়ে কোনো রাজনৈতিক তদবির কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। সঠিক নিয়ম মেনে কাজ করতে হবে।
তিনি বলেন, সরকারের অনেক উন্নয়নমূলক কাজ হচ্ছে। কোনো কোনো কাজ শেষ হয়েছে। দেশের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বের উন্নয়ন দৃশ্যমান। এই উন্নয়নের পথ ধরেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ। তাই আমরা যদি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারি, তাহলে আমাদের উদয়নের সুফল পাওয়া যাবে না।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, সড়কে শৃঙ্খলা না আসলে যতই উন্নয়ন হোক কোনো লাভ হবে না। তাই যেকোনো মূল্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। বিআরটিএ থেকে যেকোনো মূল্যে দালালের দৌরাত্ম দূর করার নির্দেশ দেন মন্ত্রী। বিআরটিএ এর কোনো কর্মকর্তা যদি দালালের সঙ্গে যোগসাজশে যুক্ত থাকে ও প্রমাণ পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আগামী ৪ মাসের মধ্যে অপেক্ষমান গ্রাহকদের লাইসেন্স প্রদান শেষ করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, অপেক্ষমান গ্রাহকদের লাইসেন্স দিতে হবে। এজন্য সংশ্লিষ্টদের কাজকে এগিয়ে নিতে হবে।
ইবাংলা/ নাঈম/ ০৭ ফেব্রুয়ারি, ২০২২