প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় ঢাবি ছাত্রের আত্মহত্যা

হাবিবুর রহমান, মধুপুর টাঙ্গাইল

প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় আত্মহত্যার পথ বেছে নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মৃৎশিল্প বিভাগের ৬৯ ব্যাচের শিক্ষার্থী প্রিতম কুমার সিংহ (২১)।

Islami Bank

রোববার (৬ ফেব্রুয়া‌রি) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। সে টাঙ্গাইলের মধুপুর পৌরসভায় সাথী সি‌নেমা হল রো‌ডের পা‌র্শ্বের উত্তম কুমার সিং‌হের ছে‌লে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সে মধুপুরের নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

one pherma

পারিবারিক সূত্র জানায়, রোববার দিবাগত মধ্য রাতে গ্যাসের ট্যাবলেট সেবন করে অসুস্থ্য হয়ে পড়লে স্বজনরা দ্রুত তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে ময়মনসিংহ নেয়ার পথেই তার মৃত্যু হয়। দুপুরে মধুপুর কেন্দ্রীয় শ্মশানে তাকে দাহ করা হয়েছে।

ইবাংলা/ এইচ/ ৭ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us