চকরিয়ায় ভ্যানের ধাক্কায় ৪ ভাই নিহত

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

কক্সবাজারের চকরিয়ায় শ্মশানে পূজা দিয়ে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় ৪ ভাই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একই পরিবারের আরও ৩ জন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Islami Bank

নিহতরা হলেন ওই ইউনিয়নের রিংবং এলাকার মৃত সুরেশ চন্দ্র দের ছেলে অনুপম দে (৪৭), নিরুপম দে (৪৫), দীপক দে (৪০) ও চম্পক দে (২৫)। আহতদের মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

one pherma

মালুমঘাট হাইওয়ে ফাঁড়ির এসআই শাফায়েত হোসেন বলেন, ওই পরিবারের ৯ জন ভোরে স্থানীয় একটি শ্মশানে পূজা দিয়ে বাড়ি ফিরছিলেন। রাস্তা পারাপারের সময় কক্সবাজার শহরের দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। তাদে ঘটনাস্থলেই এক ভাইয়ের মৃত্যু হয়। পরে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়ার পরে আরও তিন ভাই মারা যায়। মৃতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ইবাংলা/ টিপি/ ০৮ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us