হঠাৎ অসুস্থ হয়ে কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে মো. রমিজ উদ্দিন (৫৩) নামের এক কয়েদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রমিজ উদ্দিনকে নিয়ে আসা কারারক্ষী আশরাফুল জানান, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

Islami Bank

তিনি আরও জানান, রমিজ উদ্দিনের কয়েদি নম্বর ১৪৩০/এ। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। আজ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

one pherma

ইবাংলা/ নাঈম/ ০৮ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us