থানচিতে ২ হাজার ঘনফুট পাথর জব্দ

থানচি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবান থানচি উপজেলায় অবৈধভাবে পাথর উত্তোলনের খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ঘনফুট পাথর জব্দসহ পাথর ভাঙ্গা মেশিন পুড়িয়ে দেয়া হয়েছে। পালিয়ে যায় শ্রমিকসহ পাথর খেকোরা।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকাল অনুমানিক ৩ ঘটিকার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহুল চন্দ নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় হেডম্যান, মেম্বার ও পুলিশ বাহীনিরাও এই অভিযানে অংশ গ্রহণ করেন।

সূত্রে জানা যায়, থানচি বলিপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেনরোওয়া পাড়া পার্শ্ববর্তী শিলাঝিড়ি থেকে অবৈধভাবে পাথর উত্তোলণ করে মেশিনে পাথর ভাঙ্গা হচ্ছে। এমন খবরের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। পাথর খেকোরা অভিযানের আঁচ পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তাদের কেউকে না পেয়ে পুড়িয়ে দেয়া হয় পাথর ভাঙ্গা মেশিন ও জব্দ করা হয় প্রায় ২ হাজার ঘনফুট পাথর ।

থানচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহুল চন্দ এ প্রতিবেদককে বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পায় থানচি বলিপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেনরোওয়া পাড়া পার্শ্ববর্তী শিলাঝিড়ি থেকে পাথর উত্তোলণ করা হচ্ছে। এমন খবরের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে পাথর ভাঙ্গা মেশিন পুড়িয়ে দিয়ে ঝিড়ি থেকে উত্তোলণকৃত প্রায় ২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। জব্দকৃত পাথর গুলো ৩৬১নং থাইক্ষ্যং মৌজার হেডম্যান মংপ্রু মারমা জিম্মায় রাখা হয়েছে। তবে অভিযানের সময় কাউকে না পেয়ে আতক কিম্বা জড়িমানা করা যায়নি। অবৈধভাবে পাথর উত্তোলনণকারীদের বিরূদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

ইবাংলা/ এইচ/ ৯ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us