চার ভাই নিহতের ঘটনায় চকরিয়া থানায় মামলা দায়ের

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

কক্সবাজারের চকরিয়ায় পিকআপভ্যানের চাপায় ৪ ভাই নিহতের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। ঘাতক পিকআপটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। তবে চালক এখনো পলাতক। মঙ্গলবার রাতে নিহতের ভাই প্লাবন চন্দ্র সুশীল বাদি হয়ে অজ্ঞাত পিকআপচালককে আসামি করে চকরিয়া থানায় মামলাটি করেন। মামলা নম্বর-১৫।

Islami Bank

আরও পড়ুন: বাবার শ্রাদ্ধ শেষে লাশ হয়ে বাড়ি ফিরলেন চার ভাই

এর আগে বিকেল সাড়ে ৫টায় সেই ঘাতক পিকআপটি জব্দ করে হাইওয়ে পুলিশ। তবে ঘাতক চালক এখন পর্যন্ত পলাতক রয়েছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওসমান গণি মামলার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, যেহেতু পিকআপটি জব্দ করা হয়েছে তারই সূত্র ধরে চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

one pherma

একই দিন বিকালে নিহতদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম চলছে। মঙ্গলবার সকালে পূজা দিয়ে ফেরার পথে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় ৪ ভাই নিহত হয় এসময় আহত হয়েছেন তাদের পরিবারের দুজন।

ইবাংলা/ টিপি/ ০৯ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us