বৈশ্বিক মহামারি করোনার ভয়াল ছোবেলে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে দেশের ২৭ জেলায় ১৫৫ জনের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে খুলনার ১২ জন, কুষ্টিয়ায় ১২, সাতক্ষীরায় ৯ জন এবং যশোরে ৯ জনের মৃত্যু হয়েছে।
গেল ২৪ ঘন্টায় রাজশাহী মেডিক্যালে করোনা ওয়ার্ডে ২৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ১৪ জন, পাবনা, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ৩ জন করে এবং নওগাঁর দু’জন। এদের মধ্যে ৭ জনের করোনা আক্রান্ত হয়ে বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।
এদিকে, করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিভাগে ২৩ জন মারা গেছেন। এরমধ্যে চট্টগ্রামের ১০ জন, কুমিল্লার ৮ জন, কক্সবাজারের ২ জন এবং ফেনী, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়ার তিনজন রয়েছেন। গেল ২৪ ঘন্টায় চট্টগ্রামে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে।
বরিশাল বিভাগে করোনা ও উপসর্গে প্রাণ গেছে ১৯ জনের। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যু হয়েছে ১৩ জনের। এরমধ্যে বরিশালের ৬, ঝালকাঠির ৪, পটুয়াখালীর ২ এবং বরগুনার একজন।
বরিশাল মেডিক্যালে মৃত্যু হওয়া ১৯ জনের মধ্যে ৯ জন করোনা পজেটিভ ছিলো। ময়মনসিংহ মেডিক্যালে করোনা ও উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জন করোনা আক্রান্ত ও ১২ জন উপসর্গ নিয়ে মারা যান।
করোনা আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মারা যাওয়া ৯ জনের মধ্যে সিলেটের ৭ জন এবং মৌলভীবাজারের ২ জন রয়েছেন। অন্যদিকে, রংপুর বিভাগে ৯ জন মারা গেছেন। এর মধ্যে রংপুরের ৪ জন, নীলফামারীতে দু’জন, ঠাকুরগাঁওয়ে দুইজন ও দিনাজপুরে একজন। এছাড়া টাঙ্গাইলে ৯ জনের মৃত্যু।
ই-বাংলা/ আইএফ/ ১৪ জুলাই, ২০২১