ফাঁসির অভিনয় দেখাতে গিয়ে কিশোরীর মৃত্যু

ইবাংলা ডেস্ক

ছোট ভাই-বোনের সঙ্গে নাটক-সিনেমার দৃশ্যের অভিনয় দেখাতে গিয়ে গলায় ফাঁস লেগে সালমা আক্তার (১৩) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।

Islami Bank

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কক্সবাজার দরিয়া নগরের বড়ছড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত কিশোরী ওই এলাকার ইমাম হোসেনের মেয়ে।

ইমাম হোসেন জানান, তিনি স্ত্রীসহ সৈকত পাড়ে সবজি খেতে কাজ করতে যান। এ সময় ছোট ভাই-বোনকে ফাঁসির অভিনয় দেখাতে গিয়ে সালমার গলায় ফাঁস লেগে যায়। খবর পেয়ে এলাকাবাসী সালমাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

one pherma

নিহতের চাচা শরীফ উদ্দিন বলেন, আমার স্ত্রী শাহেনাসহ বাড়ির সবাই সবজি ক্ষেতে কাজ করছিল। এসময় সালমা তার সহপাঠীদের খেলা করার সময় গলায় ফাঁস লাগে। এসময় নিহত সালমার বড় ভাই আবদুল্লাহ মাদরাসা থেকে এসে ঘরের বারান্দায় বোনের লাশ দেখতে পেয়ে চিৎসার করে। গলা থেকে পেঁছানো উড়না খুলে সে। তার চিৎকার শুনে সবজি ক্ষেত থেকে সবাই এসে সালমাকে উদ্ধার কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সেলিম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে জেনেছি অভিনয় দেখাতে গিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। লাশ মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ইবাংলা/ এইচ/ ১০ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us