করোনায় আরও ২৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ওমিক্রনের দাপটে দেশে কোভিড রোগীর সংখ্যা মাঝে বাড়লেও এখন কমার ধারা চলছে। দেশে গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগী ৫ হাজারের নিচে নেমেছে, শনাক্তের হারও নেমেছে ১৫ শতাংশের নিচে। স্বাস্থ্য অধিদফতরের রোববার (১৩ ফেব্রুয়ারি) বুলেটিনে আগের ২৪ ঘণ্টায় ৩২ হাজার নমুনা পরীক্ষা করে ৪ হাজার ৮৩৮ জন রোগী শনাক্তের খবর দিয়েছে। তাতে নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়ায় ১৪ দশমিক ৮৫।

Islami Bank

নতুন শনাক্তদের নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৯ হাজার ৬৬৪ জন।গত ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু হয়েছে। তাতে মহামারীতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৮১৯ জন।সরকারি হিসাবে এই সময়ে সেরে উঠেছেন ১৩ হাজার ৮৫৩ জন। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৬ লাখ ৭৮ হাজার ৬৫৫ জন।

one pherma

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

ইবাংলা/ নাঈম/ ১৩ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us