যুবলীগের মামলায় ছাত্রলীগ কারাগারে!

গোলাম কিবরিয়া, বরগুনা

বরগুনার বামনা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদকে মারধরের মামলায় ছাত্রলীগের সভাপতি মোর্শেদ শাহরিয়ার গোলদার ও সাধারণ সম্পাদক আল আমিন হোসেন জনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

Islami Bank

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারোটার দিকে বরগুনার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাসেল মজুমদার এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২২শে মার্চ ২১ইং ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থী’র সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও মারধরের ঘটনা ঘটে। এসময় তৎকালীন বামনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তারিকুজ্জামান সোহাগ গুরুতর আহত হন। এ ঘটনায় তারিকুজ্জামান সোহাগ বাদী হয়ে ১৩ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন।

one pherma

মামলায় এজাহারভুক্ত ১৩ আসামির মধ্যে আদালত ১১ জনের জামিন মঞ্জুর করে। বাকি অভিযুক্ত প্রধান দুই আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এ দুই আসামি হলেন, বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার গোলদার ও সাধারণ সম্পাদক আল আমিন হোসেন জনী।

ইবাংলা/ ই/ ১৬ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us