মনোহরদীতে প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত 

সাইদুর রহমান তসলিম, নরসিংদী :

পুষ্টি, মেধা ও দারিদ্র বিমোচন, প্রানী সম্পদ প্রদর্শনীর আয়োজন  প্রতিপাদ্য বিষয় সামনে রেখে মনোহরদী উপজেলা প্রানী সম্পদ বিভাগের আয়োজনে বুধবার (১৫ ফেব্রুয়ারি) এখানে এক পশু পাখী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

Islami Bank

এতে মনোহরদী সরকারী কলেজ মাঠে ৩২টি ষ্টলে শতাধিক পশু পাখী প্রদর্শিত হয়। মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এ.এস.এম কাসেমের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান,  উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজ উদ্দীন ভূইয়া।

one pherma

আরও ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবি, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রিয়াশীষ রায়,লেবুতলা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন আকন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

ইবাংলা/ ই/ ১৬ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us