সার্চ কমিটির তালিকায় বিএনপির অনেকের নাম রয়েছে

ইবাংলা ডেস্ক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি সত্যিকার রাজনৈতিক দল হলে নির্বাচন কমিশন (ইসি) গঠন প্রক্রিয়ায় সম্পৃক্ত হতো। বিএনপি বলছে, তারা এই কমিটিতে কোনো নাম দিচ্ছে না। কিন্তু সার্চ কমিটির তালিকায় বিএনপির সঙ্গে জড়িত অনেকের নাম রয়েছে।

Islami Bank

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দীপু মনি বলেন, সার্চ কমিটি গঠন করা হয়েছে। তারা দেশের সকল রাজনৈতিক দলসহ বিশিষ্ট ব্যক্তি ও সমাজের সব পক্ষের মতামতের ভিত্তিতে একটি নির্বাচন কমিশন গঠন করতে যাচ্ছেন।

তিনি বলেন, বিএনপি সব সময় সবকিছু নিয়ে এক ধরনের লুকোচুরি, সবকিছুর মধ্যে ধোঁয়াশা তৈরি করে। তারা ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করে, এটা জাতি এখন বোঝে ও জানে। কাজেই আমি বিশ্বাস করি, জাতি এখন আর রাজনীতির নামে অপরাজনীতি চায় না। মানুষ চায়, দেশে এখন গণতন্ত্র যেভাবে এগিয়ে চলছে, যেভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে, যেভাবে মানুষের জীবন যাত্রার মান উন্নত হচ্ছে, সেটা অব্যাহত থাকুক।

one pherma

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ও চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

ইবাংলা/ নাঈম/ ১৮ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us