‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হিসেবে অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভা থেকে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। রোববার(২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভা থেকে অনুমোদন দেওয়া হয়েছে। যেকোন অ্যাসেম্বলিতে ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হিসেবে বলতে হবে। সবাই যাতে এটা জানে এজন্য প্রচার করা হবে।

তিনি বলেন, আগেই হাইকোর্ট থেকে আর্দেশ দেওয়া হয়েছিল। সেই আদেশ আজকে মন্ত্রিসভা থেকে অনুমোদন পেল। ‘জয় বাংলা’ জাতীয় স্লোগানের জন্য একটি নোটিফিকেশন দেওয়া হবে।

ইবাংলা/নাঈম/ ২০ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us