ইবিতে একুশের প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধা
ইবি প্রতিনিধি:
একুশের প্রথম প্রহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্বরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। রোববার দিবাগত রাত ১২ট ১ মিনিটে দিবসটি উপলক্ষে র্যালি, শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন, নিরবতা পালন এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, রেজিস্ট্রার আতাউর রহমান।
পরে একে একে বিভিন্ন সমিতি, পরিষদ ও ফোরাম, অনুষদ, হল, বিভাগ, শাখা ছাত্রলীগ, ছাত্রদল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে বিশ্ববিদ্যালয় মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, ‘একুশ শতকে এমন ভাবার সুযোগ নেই বাংলা ভাষার চেয়ে অন্য ভাষা শ্রেষ্ট। আমরা বাংলা ভাষার পাশাপাশি অন্য ভাষাও শিখবো। তবে মাতৃভাষার প্রতি যেন আমরা অবজ্ঞা না করি। তাহলে সেটি নিজের মাটি ও মায়ের প্রতি অবজ্ঞা করা হবে।’আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
ইবাংলা/ ই/ ২১ ফেব্রুয়ারি, ২০২২