কত টাকায় কত পেনশন পাওয়া যাবে

ইবাংলা ডেস্ক

প্রস্তাবিত পেনশন ব্যবস্থায় একজন গ্রাহক ৮০ বছর পর্যন্ত পেনশন ভোগ করবেন। যারা ১৮ বছর বয়সে টাকা জমা দেয়া শুরু করবেন তারা পাবেন মাসে ৬৫ হাজার এবং ৩০ বছরে শুরু করারা পাবেন ১৯ হাজার টাকা করে পাবেন ।

Islami Bank

বুধবার (২৩ ফেব্রুয়ারি) গ্রাহক সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এর একটি সারসংক্ষেপ সাংবাদিকদের কাছে এ কথা তুলে ধরেন।

তিনি আরো বলেন , সর্বজনীন পেনশন ব্যবস্থার ওপর তৈরি করা কৌশলপত্র বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করেছে অর্থ বিভাগ। এর মাধ্যমে দেশে সর্বজনীন পেনশন চালু হচ্ছে বলে জানান তিনি।

‘সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তন হলো জাতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উপহার ।’ মন্তব্য করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ পেনশনের কৌশলপত্র তৈরি করেছে। তা উপস্থাপন করলে প্রধানমন্ত্রী ওই দিনই এ ব্যাপারে আইন প্রণয়ন করতে অর্থ বিভাগকে নির্দেশ দিয়েছেন।

এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী একটি উদাহরণ দিয়ে বলেন, ‘ধরুন, মাসিক চাঁদা ১ হাজার টাকা, মুনাফা ১০ শতাংশ ও আনুতোষিক ৮ শতাংশ।

one pherma

তাহলে ১৮ বছর বয়সে যদি কেউ চাঁদা দেওয়া শুরু করেন এবং ৬০ বছর বয়স পর্যন্ত তা চালু থাকে, তাহলে ওই ব্যক্তি অবসরের পর ৮০ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে ৬৪ হাজার ৭৭৬ টাকা পেনশন পাবেন।

অর্থমন্ত্রী আরও বলেন, ‘কেউ যদি ৩০ বছর বয়সে চাঁদা দেওয়া শুরু করেন এবং ৬০ বছর পর্যন্ত তা অব্যাহত থাকে, তাহলে অবসরের পর প্রতি মাসে তিনি ১৮ হাজার ৯০৮ টাকা করে পেনশন পাবেন।

চাঁদার পরিমাণ এক হাজার টাকার বেশি হলে আনুপাতিক হারে পেনশনের পরিমাণও বেশি হবে। তবে এ হিসাব একটি আনুমানিক হিসাব। প্রকৃত অবস্থা আইন ও বিধি প্রণয়ন এবং পেনশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পর জানা যাবে বলে মনে করেন।

ইবাংলা/ জেএন/ ২৪ ফেব্রুয়ারি,২০২২

Contact Us