নিয়ম রক্ষার ম্যাচে দুইশোর নিচে বাংলাদেশ

ক্রীড়াঙ্গন ডেস্ক

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচে দুইশোর নিচে আটকে গেল বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটা নিয়ম রক্ষার হলেও গুরুত্বপূর্ণ ১০ পয়েন্ট রয়েছে। তাই তো জয়ী টিমে কোনো পরিবর্তন আনেনি স্বাগতিক বাংলাদেশ।

Islami Bank

দুই ম্যাচের মতো এই ম্যাচেও টস জিতেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপাকে পড়ে টাইগাররা, তাতে ১৯২ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ। ব্যাট করতে নেমে ১১তম ওভারের প্রথম বলে ফজল ফারুকীর বলে বোল্ড হয়ে তামিম ইকবাল সাজঘরে ফেরেন ১১ (২৫) রান করে। চলতি সিরিজের তিন ম্যাচেই ফারুকীর বলে কাটা পড়েন তামিম।

দলীয় ৪৩ রানে ওপেনিং জুটি ভাঙার পর লিটন দাস ও সাকিব আল হাসান মিলে যোগ করেন ৬১ রান। সাকিব আজ প্রথম থেকেই রানের জন্য মরিয়া ছিলেন তবে আজমতউল্লাহ ওমরয়াইয়ের বলে বোল্ড হয়ে আটকে যান ৩৬ বলে ৩০ রান করে।

সাকিবের পর দ্রুত বিদায় নেন মুশফিকুর রহিম। আগের ম্যাচে ৮৬ রানের ইনিংস খেলা মুশফিককে ৭ রানে ফেরান রশিদ খান। ইয়াসির আলীকেও (১) সাজঘরে ফেরান রশিদ।

one pherma

দারুণ ছন্দে থাকা লিটন দাস একপাশ আগলে রেখে এগোচ্ছিলেন শতকের পথে। তবে খেই হারান মুজিব উর রহমানের বলে স্লগ সুইফ খেলতে গিয়ে। ১১৩ বলে ৭টি চারে ৮৬ রান করে লিটন ক্যাচ দেন গুলবাদিন নাইবের হাতে।

লিটনের ফেরার পর কেবল মাহমুদউল্লাহ রিয়াদ ছুঁতে পারেন দুই অংকের রান। আফিফ হোসেন ৫, মেহেদী মিরাজ ৬, তাসকিন আহমেদ ০, শরিফুল ইসলাম ৭ রানের ফেরেন সাজঘরে। মাহমুদউল্লাহ অপরাজিত থেকে যান ২৯ (৫৩) রানে। আফগানদের পক্ষে ৩ উইকেট নেন রশিদ খান। ২ উইকেট নেন মোহাম্মদ নবী। ১টি করে উইকেট নেন ফজল হক, আজমতউল্লাহ ওমরযাই।

ইবাংলা/ ই/ ২৮ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us