ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতারদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে ৪২টি মামলা হয়েছে।

Islami Bank

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে জানানো হয়েছে, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

one pherma

এ সময় তাদের কাছ থেকে ৭০ গ্রাম আইস, ৪৪ গ্রাম হেরোইন, ৩ হাজার ৬৫ পিস ইয়াবা, ২২ কেজি ৮৯৫ গ্রাম গাঁজা, ২৯ বোতল ফেনসিডিল ও ৪টি ইনজেকশন জব্দ করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা রুজু হয়েছে বলেও ডিএমপি থেকে জানানো হয়েছে।

ইবাংলা/ নাঈম/ ২৮ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us