দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের মহড়া

সাইদুর রহমান তসলিম, নরসিংদী

নরসিংদীর মনোহরদী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় দুর্যোগ প্রতিরোধ দিবসে ফায়ার সার্ভিসের একটি দুর্যোগ মহড়াসহ নানা কর্মসূচী পালিত হয়েছে।

Islami Bank

বৃহস্পতিবার (১০ মার্চ) ফায়ার সার্ভিস মনোহরদী ষ্টেশনের উদ্দ্যোগে একটি দুর্যোগ মহড়া সম্পন্ন হয়। এতে দোতলা ভবনে, তেলের ড্রামে, গ্যাসের চুলা রাইজার ইত্যাদিতে অগ্নিকান্ডে উদ্ধার ও অগ্নি নির্বাপন মহড়া সম্পন্ন হয়।

স্কুলের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, এলাকার উৎসুক দর্শকবৃন্দ তাতে অংশ নেন। ফায়ার সার্ভিসের মনোহরদী ষ্টেশন ইনচার্জ সাব অফিসার সাইফুল ইসলাম জানান, তাদের ৩টি যানবাহন ও সব ফায়ার কর্মীএ সব মহড়া প্রদর্শন করেন।মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এ.এস.এম কাসেম,উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফখরুদ্দিন রাজি, ওসি মনোহরদী আনিচুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রিয়াশীষ রায়।

one pherma

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবিসহ সরকারী বেসরকারী কর্মকর্তাবৃন্দ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।এর আগে জাতীয় দূর্যোগ দিবসের তাৎপর্য তুলে ধরতে উপজেলা প্রশাসনের উদো্যগে একটি র‍্যালি মনোহরদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ইবাংলা/ জেএন/ ১০ মার্চ, ২০২২

Contact Us