বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

স্পোর্টস ডেস্ক

সাকিব আল হাসানসহ ৫ ক্রিকেটারকে নিয়ে নতুন করে তিন ফরম্যাটে চুক্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২২ সালের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকায় থাকছেন ২১ জন খেলোয়াড়। সাকিব ছাড়াও তিন সংস্করণেই আছেন মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী ক্রিকেটাররা স্ব স্ব ফরম্যাটে খেলতে বাধ্য থাকবেন।

Islami Bank

আগের চুক্তিতে ২৪ ক্রিকেটারের মধ্যে এবার তিন ক্রিকেটারকে কমিয়ে এনে নতুন করে কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বিসিবি। এবার বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, শামীম হোসেন পাটোয়ারি এবং সৌম্য সরকার।

এবার শুধু টেস্টে ১৪ জন, ওয়ানডেতে ১০ জন এবং টি-টোয়েন্টিতে আছেন ১২ জন। এদিকে এক বছর পর আবার চুক্তিতে ফিরেছেন নাঈম শেখ। নতুন চুক্তির মেয়াদ থাকবে আগামী ডিসেম্বর পর্যন্ত।

একনজরে কেন্দ্রীয় চুক্তির তালিকা :

টেস্ট
মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন চৌধুরী, সাদমান ইসলাম, ইয়াসির আলী চৌধুরী ও মাহমুদুল হাসান জয়।

one pherma

ওয়ানডে
মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান ও আফিফ হোসেন ধ্রুব।

টি-টোয়েন্টি
মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, নুসুল হাসান সোহান, নাসুম আহমেদ, নাঈম শেখ ও শেখ মেহেদী হাসান।

এবার প্রথমবারের মত জায়গা পেয়েছেন ২ ক্রিকেটার। তারা হলেন- মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী চৌধুরী।

ইবাংলা/ এশো/ ১০ মার্চ, ২০২২

Contact Us