সাকিব নিজে না সরলে বোর্ড থেকে সরানো কঠিন

স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবেন বলে স্কোয়াডে নাম দেওয়ার পরও নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। এর মধ্যেই গতকাল বৃহস্পতিবার তিন ফরম্যাটেই বিশ্বসেরা অলরাউন্ডারকে রেখে কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বিসিবি। যা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

Islami Bank

আলোচনা হওয়ার কারণ, টেস্ট খেলার প্রতি সাকিবের আগ্রহ কম বলেই সবাই জানে। এই ফরম্যাটটি তিনি বেশিরভাগ সময়ই খেলেন না। তবু, কেন তাকে এই ফরম্যাটের চুক্তিতে রাখা হয়েছে সেটাই প্রশ্ন। আজ শুক্রবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে খোলাসা করেছেন জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও আব্দুর রাজ্জাক। কেন সাকিবকে তিন ফরম্যাটেই রাখা হয়েছে, সেটার ব্যাখ্যা দিয়েছেন তারা।

আব্দুর রাজ্জাক বলেন, ‘ছুটির (৩০ এপ্রিল পর্যন্ত সাকিবের ছুটি) যে কথা বলছেন তা আনুষ্ঠানিক কিছু না। কেউ দুইটা সিরিজ বিশ্রাম নিলে তাকে তিন ফরম্যাটের চুক্তিতে রাখা যাবে না, এমন নিয়ম নেই। এখানে সিস্টেম হলো, বোর্ড প্রথমে কথা বলেছে কে কোন ফরম্যাটে খেলতে চায় এবং তারপরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

one pherma

সাকিব এখনো টেস্ট থেকে অবসর নেননি দাবি করে তিনি বলেন, ‘সাকিব কিন্তু এখনো কোনো ফরম্যাট থেকে সরে যায়নি বা অবসর নেয়নি। সে ওই মাপের খেলোয়াড় যে, নিজে স্বেচ্ছায় কোনো ফরম্যাট থেকে না সরলে বোর্ড তাকে সরিয়ে দিতে পারে না, এটা কঠিন। এখনো সাকিবের সঙ্গে আমাদের ওইভাবে কথা হয়নি। তাই ফট করে একটা কথা বলা ঠিক না, কথা হলে জানতে পারবেন।’

ইবাংলা/ এশো/ ১১ মার্চ, ২০২২

Contact Us