জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরী বৈঠকে ইউক্রেনের বিপক্ষে রাশিয়ার করা জীবাণু অস্ত্রের ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। আল-জাজিরার এক প্রতিবেদনে জানা যায়, রাশিয়ার দাবি প্রত্যাখ্যান করে তাদের প্রতি নিন্দা জানিয়েছেন জাতিসংঘে ইউক্রেনের রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়্যাস।
রুশ রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে দাবি করেন, ইউক্রেনের অভ্যন্তরে কমপক্ষে ৩০টি জৈবিক গবেষণাগারের নেটওয়ার্ক থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। এছাড়াও জীবাণু অস্ত্রের চিহ্ন সরিয়ে ফেলার প্রমাণও পেয়েছে রুশ বাহিনী।
এই দাবি প্রত্যাক্ষান করে ইউক্রেনের রাষ্ট্রদূত বলেন, অনুশোচনার ব্যাপার হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বর্তমানে রাশিয়ার এইসব ভিত্তিহীন বক্তব্যের দ্বারা প্রভাবিত হচ্ছে। এখানকার সদস্যদের জন্য এটি চরম অবহেলার একটি ব্যাপার। এদিকে যুক্তরাষ্ট্রও রাশিয়ার এই দাবিকে ‘হাস্যকর’ আখ্যা দিয়ে উল্টো দাবি করে, রুশ বাহিনীই বরং ইউক্রেনে জীবাণু অস্ত্রের ব্যবহার করতে পারে।
ইবাংলা/ টিপি/ ১২ মার্চ, ২০২২