বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে সমাবেশ ও আনন্দ র‌্যালি

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সমাবেশ ও আনন্দ র‌্যালি করেছে আওয়ামী লীগ।

Islami Bank

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ ও পৌরসভা আওয়ামী লীগের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, সহিদ উল্যাহ খান সোহেল, সদস্য আবু তাহের, মোহাম্মদ আলী, গোলাম মহি উদ্দিন লাতু প্রমূখ।

পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি জেলা শহর মাইজদী আবদুল মালেক উকিল প্রধান সড়কের পৌর বাজার হয়ে পুরাতন বাসষ্ট্যান্ড এলাকা পদক্ষিণ শেষে পুনরায় আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

one pherma

সমাবেশ ও আনন্দ র‌্যালিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এরআগে সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে দলীয় নেতাকর্মীরা।

ইবাংলা/ ই/ ১৭ মার্চ, ২০২

Contact Us