শুধু ব্যবসায় নয়, সেবায় মানবিক হতে হবে

মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধি-

টাঙ্গাইলের মধুপুরে মেট্রো হসপিটাল নামের একটি আধুনিক প্রাইভেট হাসপাতালের উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, স্থানীয় সংসদ সদস্য ড. আবদুর রাজ্জাক ।

গতকাল রাত সাড়ে ৮ টার দিকে পৌর শহরের টাঙ্গাইল- ময়মনসিংহ সড়কের চাড়ালজানীতে হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান চক্ষু বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. মোশারফ হোসেন।

বক্তৃতা করেন হাসপাতালের এমডি ডা. নাজমুল হোসেন রনি, ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার মনিরুল ইসলাম লাবু, মধুপুর প্রেসক্লাবের পক্ষে দৈনিক যুগান্তরের প্রতিনিধি এস.এম শহীদ বক্তৃতা করেন।

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন, মেয়র সিদ্দিক হোসেন খান, ১০০ শয্যার মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার শফি উদ্দিন মনি, সহসভাপতি ইয়াকুব আলী প্রমুখ।

মন্ত্রী বলেন, সীমাবদ্ধ সরকারি প্রতিষ্ঠানের সেবার সাথে প্রাইভেট প্রতিষ্ঠানের মাধ্যমে জনগণের সেবা প্রদানের উদ্যোগকে উৎসাহিত করা হয়। প্রাইভেট এমন আধুনিক হাসপাতাল উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে সংযুক্ত হলো উল্লেখ করে মন্ত্রী বলেন, শুধু ব্যবসার মানসিকতা নয় সেবায় মানবিক হতে হবে।

শনিবার সকালে মধুপুর উপজেলা পরিষদ হল রুমে মুক্তিযোদ্ধাদের নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথি হহিসেবে বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গনি,পুলিশ সুপার।

আরও ছিলেন, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা,বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী প্রমুখ। অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা। এর আগে উপজেলায় স্থানীয় গারো নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন।

ইবাংলা/ জেএন/ ১৯ মার্চ, ২০২২

Contact Us