রাজশাহী মেডিকেলে ১২ জনের মৃত্যু

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিক্যাল কলেজের করোনা ওয়ার্ডে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন করোনায় আক্রান্ত হয়ে এবং করোনার উপসর্গ নিয়ে ২জন মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের ৬জন, নাটোরের দুজন এবং মেহেরপুরের একজন রয়েছেন।

রামেক হাসপাতালের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৪ জন। এরমধ্যে রাজশাহীর ৩৩জন, চাঁপাইনবাবগঞ্জের ৫জন, নাটোরের একজন, নওগাঁর দুজন, পাবনার দুজন এবং কুষ্টিয়ার একজন।সুস্থ্য হয়ে ছুটি নিয়েছেন ২৬ জন।

এনিয়ে ২৭১ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩০৭ জন। এদের মধ্যে রাজশাহীর ১৫৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯২জন, নাটোরের ১৫ জন, নওগাঁর ৩২ জন, পাবনার ১০জন, কুষ্টিয়ার ১জন।

রোববার (১৩ জুন) রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৭৪টি নমুনা পরীক্ষায় ১৫৪জনের করোনা পজেটিভ আসে। শনাক্তের হার ছিলো ৪১ দশমিক ১৮ শতাংশ। নাটোর জেলার ১১১টি নমুনায় ২৬ জনের পজেটিভ আসে।

শনাক্তের হার ছিলো ২৩ দশমিক ৪২ শতাংশ। নওগাঁ জেলার ১৬৫ টি নমুনায় ৬৩ জনের পজেটিভ আসে। শনাক্তের হার ছিলো ৩৮ দশমিক ১৮ শতাংশ। এদিন চাঁপাইনবাবগঞ্জের দুটি নমুনা পরীক্ষায় দুজনেরই নেগেটিভ রিপোর্ট আসে।

এদিকে সিভিল সার্জনের পাঠানো প্রতিবেদনে জানা যায়, পিসিআর ল্যাব ও র‌্যাপিড এন্টিজেনের মাধ্যমে ১হাজার ৫৪৯ নমুনা পরীক্ষায় জেলায় ৩০৮ জনের করোনা শনাক্ত হয়। এতে গড় শনাক্ত হার ১৯ দশমিক ৮৮ শতাংশ। এতে র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ১হাজার ১৭৫টি নমুনায় ১৫৪ জনের করোনা শনাক্ত হয়। পিসিআর ল্যাবে ৩৭৪ নমুনা পরীক্ষায় শনাক্ত হয় ১৫৪ জনের করোনা।

এর আগে, রোববার রাজশাহী মেডিক্যালের করোনা ওয়ার্ডে ১৩ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে করোনা পজেটিভ ৬জন এবং উপসর্গ নিয়ে ৭জন মারা যান। মৃতদের মধ্যে রাজশাহীর দুজন, চাঁপাইনবাবগঞ্জের ৬জন, নাটোরের একজন, নওগাঁর ৩জন এবং কুষ্টিয়ার একজন ছিলেন। <<

ই বাংলা/ আই

 

 

 

 

 

Contact Us