‘জাতীয় পতাকা বিধিমালা’-তে সূর্যাস্তের পর বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলার বিধান থাকলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের ‘দলীয় কার্যালয়’ এর সামনে তা লঙ্ঘণের অভিযোগ উঠেছে। স্বাধীনতা দিবসে মাগরিবের নামাজের পরেও সেখানে জাতীয় পতাকা উড়তে দেখা গেছে।
শনিবার (২৬ মার্চ) সন্ধ্যা ছয়টা ৫৬ মিনিটে তাদের দলীয় কার্যালয়ের সামনে গেলে এ ঘটনা দেখা যায়। পরবর্তীতে ৭ টা ৫০ পর্যন্তও ওই ‘দলীয় কার্যালয়’ থেকে পতাকা নামানো হয়নি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, ২০১৯ সালের ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী একটি একতলা ভবনে ব্যায়ামাগার উদ্বোধন করেন।
এরপর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় ব্যায়ামাগার স্থানান্তর হয়ে গেলে কুবি শাখা ছাত্রলীগ এটিকে নিজেদের দলীয় কার্যালয় হিসেবে সংগঠনের প্যাডে উল্লেখ করতে থাকে। পাশাপাশি বিভিন্ন জাতীয় দিবসে সেখানে তারা নিয়মিত জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে।
১৯৭২ সালে প্রণীত (২০১০ সালে সংশোধিত) ‘জাতীয় পতাকা বিধিমালা’ এর ৮ এর ১ নং উপধারায় উল্লেখ আছে, মোটর গাড়ি, নৌযান এবং উড়োজাহাজ ব্যতীত অন্যান্য ক্ষেত্রে শুধুমাত্র সূর্যোদয় হইতে সূর্যাস্ত পর্যন্ত ‘পতাকা’ উত্তোলিত থাকবে। শুধুমাত্র বিশেষ কারণে সংসদে রাত্রীকালীন অধিবেশন চলাকালীন অথবা রাষ্ট্রপতি, অথবা মন্ত্রীগণের শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন সময় ভবনসমূহে রাতে পতাকা উত্তোলিত থাকতে পারে।
সূর্যাস্তের পরও জাতীয় পতাকা উত্তোলিত থাকতে দেখা যাওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘আজকের প্রোগ্রাম উপলক্ষে কেন্দ্রীয় মাঠে খেলা ছিল। আমাদের নেতাকর্মীরা সেখানে ছিল। কেউ কেউ নামাজে চলে গিয়েছিল। তাই আমাদের আসতে দেরী হওয়ায় পতাকা নামাতে দেরি হয়ে গেছে। আমি লোক পাঠাচ্ছি তারা দ্রুত পতাকা নামিয়ে ফেলতেছে।’
রাতের বেলাও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পতাকা উত্তোলিত থাকার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ হুমায়ুন কবির বলেন, ‘আমি এটি খোঁজ নিয়ে দেখবো। এমনটা হয়ে থাকলে কাজটা মোটেও উচিত হয়নি। যদি সত্য হয় তবে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনা করে ব্যবস্থা নেবো।’
ইবাংলা/ ই/ ২৬ মার্চ, ২০২২