আ.লীগ নেতা টিপু ও শিক্ষার্থী প্রীতি হত্যায় ১ জনকে গ্রেফতার

ইবাংলা ডেস্ক

রাজধানীর দক্ষিণ সিটির নারী সংরক্ষিত আসনের কাউন্সিলর ডলির স্বামী আ.লীগ নেতা টিপু ও কলেজ ছাত্রী প্রীতি হত্যার ঘটনায় এক শ্যুটারকে গ্রেফতার করেছে পুলিশ।

Islami Bank

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত সোয়া ১০টার দিকে আ. লীগ নেতা টিপু শাহজাহানপুর মানামা ভবনের সামনে পৌঁছামাত্র দুর্বৃত্তরা টিপুর ওপর অতর্কিতভাবে হামলা করে। টিপুকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালায়।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে টিপু ও পাশে থাকা রিকশায় আরোহী সামিয়া আফনান প্রীতি (২২) নামে এক কলেজছাত্রী নিহত হন। এই হামলার গুলিতে আরও আহত হন টিপুর গাড়িচালক মনির হোসেন মুন্না (৩২)।

পরে গত শুক্রবার (২৫ মার্চ) সকালে এই হামলায় নিহত টিপুর স্ত্রী কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

one pherma

স্থানীয় এলাকাবাসী, পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, নিহত টিপু মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্যও ছিলেন।

টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি আওয়ামী লীগ সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত আসনের বর্তমান নারী কাউন্সিলর। সূত্র : আরটিভি অনলাইন

ইবাংলা/ জেএন/ ২৭ মার্চ, ২০২২

Contact Us