স্পেশাল ব্রাঞ্চ প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু গ্যালারি

ইবাংলা ডেস্ক

বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (স্পেশাল ব্রাঞ্চ-এসবি) প্রধান কার্যালয়ে উদ্বোধন করা হয়েছে বঙ্গবন্ধু গ্যালারি। নতুন ভবনের নিচ তলায় নির্মিত এ গ্যালারি রোববার (২৭ মার্চ) বিকেলে উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

Islami Bank

শোভা পাচ্ছে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা ছবি। রয়েছে বঙ্গবন্ধু সম্পর্কে স্পেশাল ব্রাঞ্চের সিক্রেট ডকুমেন্ট। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও কর্মের ওপর লেখা নানা ধরনের বই। এক পাশে আছে বসার ব্যবস্থা। এভাবেই অনবদ্য উপস্থাপনা শৈলীতে সাজানো হয়েছে বঙ্গবন্ধু গ্যালারি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিচালক (ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ) ড. বেনজীর আহমেদ, এসবি প্রধান অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলাম এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

one pherma

স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি বঙ্গবন্ধু গ্যালারির বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।

ইবাংলা /জেএন/ ২৭মার্চ ২০২২

Contact Us