সাড়ে ৪ ঘণ্টা পর পল্টনে যান চলাচল শুরু

ডেস্ক রিপোর্ট

হরতালের সাড়ে ৪ ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে রাজধানীর পল্টন মোড়ে যান চলাচল শুরু হয়েছে। বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে তৎপর রয়েছে পুলিশ বাহিনী। সোমবার সকাল ৬টা থেকেই রাজধানীর পল্টন মোড় অবরোধ করে রাখে বাম জোটের নেতাকর্মীরা।

Islami Bank
one pherma

সাড়ে ৪ ঘণ্টা পর বেলা সাড়ে ১০টার দিকে পল্টন মোড়ের সবগুলো সড়ক খুলে দেয়া হয়। এরপর থেকেই যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সকালে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা পল্টন মোড় থেকে মিছিল বের করেন। এরপর মিছিলটি মতিঝিল, গুলিস্তান, বিজয়নগর ঘুরে আবার পল্টন মোড়ে অবস্থা নেয়। এসময় পল্টন মোড়ে ব্যারিকেড দিয়ে যানচলাচল বন্ধ করে দেয়।

Contact Us