দ্বিতীয় ডোজের গণটিকা গ্রহণের দ্বিতীয় দিন চলছে

ডেস্ক রিপোর্ট

সারাদেশে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের বিশেষ টিকা কার্যক্রমের দ্বিতীয় দিন চলছে। আগামীকালও চলবে এই কার্যক্রম। সোমবার (২৮ মার্চ) থেকে দেশব্যাপী শুরু হয়েছে এক দিনে এক কোটি করোনা টিকার ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড।

Islami Bank

অর্থাৎ গত ২৬-২৮ ফেব্রুয়ারি তিন দিনের গণটিকায় যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন, তারা সোমবার থেকে দ্বিতীয় ডোজ টিকা পাবেন। এই কর্মসূচি চলবে ৩০ মার্চ পর্যন্ত।

গত ২৬শে ফেব্রুয়ারি যারা করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন, তারা দ্বিতীয় ডোজের টিকা পাবেন। স্থানীয় ব্যবস্থাপনায় যেভাবে প্রথম ডোজের টিকা দেয়া হয়েছিল, একইভাবে দেয়া হচ্ছে দ্বিতীয় ডোজের টিকা।

এই তিন দিন ১৮ বছর বা তার বেশি বয়সী মানুষ যাদের দ্বিতীয় ডোজ নেয়ার পর চার মাস অতিবাহিত হয়েছে, তারা টিকার এসএমএস না পেলেও কেন্দ্রে গেলে টিকার বুস্টার ডোজ নিতে পারবেন।

one pherma

এছাড়াও ১২ বছর ও তারও বেশি বয়সী যারা এখনও ১ম ডোজ টিকা গ্রহণ করেনি, তারাও এই কার্যক্রমে ১ম ডোজ নিতে পারবেন। শুধু অ্যাস্ট্রাজেনেকার টিকাপ্রাপ্তদের ১ম ডোজ গ্রহণের দুই মাস পর দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করতে হবে।

১২ বছর বা এর বেশি বয়সী জনগোষ্ঠী যারা এখনো ১ম ডোজের টিকা গ্রহণ করেননি তাদের এ বিশেষ ক্যাম্পইন চলাকালে ১ম ডোজ গ্রহণের সুযোগ রয়েছে। স্থানীয়ভাবে ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে দ্বিতীয় রাউন্ডের কার্যক্রমকে সফল করতে হবে।

ইবাংলা/ জেএন/ ২৯ মার্চ, ২০২২

Contact Us