‘জীবন রসায়নে বঙ্গবন্ধু’ শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

রিসাত রহমান, জবি প্রতিনিধিঃ

বৃহস্পতিবার (৩১ মার্চ) রসায়ন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ‘জীবন রসায়নে বঙ্গবন্ধু’ শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচনকরেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

Islami Bank

রসায়ন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ও প্রকাশনা উপ কমিটির সমান্বয়ক অধ্যাপক ড. শামছুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

one pherma

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকাশনা উপ কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ শাহজাহান। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ইউজিসি অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

ইবাংলা/ জেএন/ ৩১ মার্চ, ২০২২

Contact Us