জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে মাদারীপুর কালকিনি উপজেলার সি.ডি খানে ৮০ জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও সংবর্ধনা স্মারক প্রদান করেন মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রচার ও প্র্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ।
মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও সংবর্ধনা স্মারক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি তেঁজগাও জোনের উপ- পুলিশ কমিশনার, ওয়াহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, আজিজুস সামাদ আজাদ ডন, কালকিনি উপজেলা চেয়ারম্যান, মীর গোলাম ফারুক, দীপঙ্কর তঞ্চঙ্গ্যা, উপজেলা নির্বাহী অফিসার,
কালকিনি পৌরসভা মেয়র এস এম হানিফ, অফিসার ইনচার্জ কালকিনি থানার ইশতিয়াক আশফাক রাসেল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কালকিনি উপজেলা আওয়ামি লীগ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক, কালকিনি উপজেলা আওয়ামী লীগ তৌফিকুজ্জামান শাহিন।
সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান হাওলাদার, সাবেক থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মালেক, চেয়ারম্যান, চাঁন মিয়া সিকদার, সি ডি খান ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ হাওলাদার, শামসির আজাদ বাবুলসহ প্রমুখ। বক্তারা তাদের বক্তব্য শেষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন।
ইবাংলা/ জেএন/ ৩১ মার্চ, ২০২২