বৃহত্তর বগুড়া সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত

আমিনুল ইসলামঃ

রাজধানীর হাতিরপুলে অবস্থিত বৃহত্তর বগুড়া সমিতির কার্যালয়ে কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যায় সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী কৃষিবিদ কে এস এম মোস্তাফিজুর রহমানের নির্দেশে আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় গুরুত্বপূর্ণ ২টি সিদ্ধান্ত গৃহীত হয়। প্রথমতঃ পবিত্র রমজানের ২০ তম দিনে ইফতার মাহফিলের আয়োজন করা হবে দ্বিতীয়তঃ ঈদ পরবর্তী গুনীজন সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।

বৃহত্তর বগুড়া জেলায় জন্মগ্রহণকারি বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন, এমন ব্যক্তিত্বদের সম্মাননা দেয়া হবে। এ ক্ষেত্রে, চিকিৎসা, কৃষি, শিক্ষা, প্রকৌশল, সাংস্কৃতিক, সাংবাদিকতায়, উদ্যোক্তা , সমাজকর্মী, ক্রিড়া ও কৃষি যন্ত্রপাতি আবিষ্কারকদের খুজে এনে তাদের সম্মাননা প্রদান করা হবে।

সংগঠনের সভাপতি বিশিষ্ট শিল্পপতি কে এস এম মোস্তাফিজুর রহমান শ্যামল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম ডঃ আহসান হাবিব রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির সহঃ সভাপতিঃ মোঃ আব্দুর রহমান, মোস্তাইন বিল্লা, কোষাধ্যক্ষ ডঃ হালিমুল হক লিটন, দপ্তর সম্পাদকঃ সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আ ক ম জিন্নাতুল ইসলাম তপন, শামিম আহমদ ক্রীড়া সম্পাদক, আব্দুর রশিদ সাংগঠনিক, সাংবাদিক আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় নেতৃবৃন্দ আরো বলেন, সমাজের মানুষের কল্যাণে আমাদের সংগঠন সর্বদা ঐক্যবদ্ধ। অসহায় মানুষের চিকিৎসায় আর্থিক সাহায্য প্রদান, শীতবস্ত্র প্রদান, গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সাহায্য প্রদান, গরীব ছেলেমেয়ের লেখা পড়ায় আর্থিক সাহায্য প্রদান করা সংগঠনের অন্যতম প্রধান কাজ।

ইবাংলা/ টি এইচ কে/ ২ এপ্রিল, ২০২২

Contact Us