সাবস্টেশন না থাকায় বিদ্যুৎ সংকটে কুবি শিক্ষার্থীরা

কুবি প্রতিনিধি :

দীর্ঘ ১৬ বলছেরও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নেই কোনো সতন্ত্র বিদ্যুৎ ব্যবস্থা। ফলে মাঝে মাঝেই বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে পড়ছেন বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীরা। তাদের দাবি দ্রুত বিশ্ববিদ্যালয়ে সাবস্টেশন স্থাপন করা হোক।

উল্লেখ, গত ১৮ মার্চ বিদ্যুৎ বিভ্রাটের জন্য নবাব ফয়জুন্নেছা হলের শিক্ষার্থীরা বালতি, মগ নিয়ে আন্দোলন করেন এবং গত ৭ এপ্রিল থেকে আজ ৯ এপ্রিল পযর্ন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে কোনো বিদ্যুৎ নেই, সেই সাথে বিশ্ববিদ্যালয়ের হল গুলোতেও ভোল্টেজ উঠা নামা করতে দেখা গেছে।

এ ব্যাপারে বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী নূর আলম বলেন,কয়েকদিন আগেও আমাদের বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ ছিল না। এর জন্য আন্দোলন করে বিদ্যুৎ আনতে হয়েছে। আর কত আন্দোলন করবো। আমরা দ্রুত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাবস্টেশন চাই।

বিশ্ববিদ্যালয়ের নবাব ফয়জুন্নেছা হলের আবাসিক শিক্ষার্থী নাঈমা নুন বলেন, কয়দিন আগেও শবে বরাতের দিনে আমাদের হলে বিদ্যুৎ ছিল না। ঐদিন পানিসহ নানা সংকটে আমাদেরকে পরতে হয়েছে৷  আমরা চাই না ক্যাম্পাসে এমন সংকট সামনে আর তৈরী হোক। তাই বিশ্বিবদ্যালয়ের প্রশাসন দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে একটি সাবস্টেশন স্থাপন করুক।

সাবস্টেশন স্থাপনের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন বলেন, এখন অর্থবছরের শেষের দিকে৷ আমরা সামনে ইউজিসির চেয়ারম্যানের কাছে সাবস্টেশনের জন্য বাজেট চেয়ে আবেদন করবো।

ইবাংলা/ টিএইচকে/ ৯ এপ্রিল, ২০২২

Contact Us