উন্নয়নের নামে মেগা লুটপাট করছে সরকার

ডেস্ক রিপোর্ট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, সরকার উন্নয়নের নামে মেগা প্রজেক্টের মাধ্যমে লুটপাট করছে। ব্যাংক গুলো খালি হয়ে যাচ্ছে।প্রত্যেকটা জায়গায় ক্ষমতাসীনরা মুনাফা খোঁজে । যেমন বাড়ি-ঘর বানাবে, উড়াল সেতু বানাচ্ছে, মেগা প্রজেক্ট বানাচ্ছে, সব জায়গায়ই তারা মেগা দুর্নীতি করছে। কোন খাত ভালো আছে? মানুষের আয় কমেছে। সাধারণ মানুষ পরিবার নিয়ে রাজধানীতে থাকতে হিমশিম খাচ্ছে তাই পরিবার গ্রামে পাঠিয়ে দিচ্ছে। সবদিক থেকেই এই সরকার মানুষকে নির্যাতন করছে।

Islami Bank

সোমবার (১১ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হো‌সেন মা‌নিক মিয়া হ‌লে অন্তরে মম শহীদ জিয়া, কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশের সাধারণ মানুষ কী কষ্টে আছে তা সবাই জানেন। দেশে এখন মধ্যবিত্ত বলতে কিছু নেই। ভালো চাকরিজীবী মানুষগুলোও এখন টিসিবির ট্রাকের লাইনে দাঁড়িয়ে থাকে। দুই জন কৃষক আত্মহত্যা করেছেন। তাদেরকে সার, সেচ ও অন্যান্য সেবা দেওয়া হয় না। একজন রিকশাচালক আত্মহত্যা করেছেন। কারণ তার রিকশা নিয়ে যাওয়া হয়েছে।

one pherma

বিএনপির এই নেত্রী আরও বলেন, মানুষের আর্তনাদ সরকারের কানে পৌঁছায় না। তারা মানুষের টাকা লুটে নিয়ে বিদেশে বেগমপাড়া বানাচ্ছে। আসলে তারা বাংলাদেশের মানুষের ওপর প্রতিশোধ নিচ্ছে। তারা ৯ বছরে ১১ লাখ কোটি টাকা পাচার করেছে।

সেলিমা রহমান বলেন, লাগামহীন দ্রব্যমূল্য, সরকারের দুর্নীতির কারণে অসহায় জনগণ। এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। তারা হত্যা, গুম ও খুনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে নির্যাতন করছে। আমাদের অসংখ্য নেতাকর্মী গুম ও খুনের শিকার। অনেকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা শিরিন সুলতানা, নির্বাহী ক‌মি‌টির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বিলকিস ইসলাম, শাহজাহান মিয়া সম্রাট, নাদিয়া পাঠান পাপন, জিয়া নাগরিক ফোরামের লায়ন মিয়া মো. আনোয়ারসহ আরও অনেকে।

ইবাংলা / জেএন / ১১ এপ্রিল,২০২২

Contact Us